
কিছু কিছু মানুষ আছেন, যাঁরা পৃথিবীতে আসেন তাঁদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। সেরকম একজন ব্যাক্তি জমির উদ্দীন পারভেজ। রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ রাজনীতির একজন শুদ্ধপুরুষ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তৃনমূল থেকে ওঠে আসা পরিশ্রমী পরীক্ষিত বিশ্বস্ত মাঠ পর্যায়ের কর্মী,রাউজানের যুব-সমাজের প্রান স্পন্দন জমির উদ্দীন পারভেজ ব্যবসা, রাজনীতি, সমাজ -সংস্কৃতি ও সৃজনশীল সাধনায় সমানভাবে নিয়োজিত।
রাউজানে বিজয় মেলা,বই মেলা,বৈশাখী মেলা, ফুটবল টুর্নামেন্ট, বিতর্ক প্রতিযোগিতা,সাংস্কৃতিক প্রতিযোগিতা, করোনা কালীন মৃত্যু বরন কারীদের দাফন কাফন, সৎকার সবখানেই জমির উদ্দীন পারভেজ এর নাম ফুটে উঠেছে। তিনি আজ আস্থা বিশ্বাস ভালবাসার ঠিকানা। রাউজানের আওয়ামী পরিবারের রাজনীতিতে অন্যতম মেধাবী নেতা জমির উদ্দীন পারভেজ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেতাকর্মীদের সংগটিত করতে কাজ করেছেন ।
ওয়ান ইলেভেন সরকারের আমলে সংগঠনের চরম দুঃসময়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে কৌশলে নানা কর্মসূচী পালন করেন। নেতা কর্মীরা বিপদে আপদে পাশে পেয়েছেন তাঁকে,তৃনমুলের কর্মীদের সাথে সবসময় যোগাযোগ রয়েছে তাঁর।তিনি বিগত সময়ে বিএনপি-জামাত জোটের যুদ্ধাপরাধের বিচার ও জাতীয় নির্বাচন ২০০৯ বানচাল করার ষড়যন্ত্র, ত্বরিকতের নামে নৈরাজ্য , হেফাজতের তান্ডব, জালাও পোড়াও পেট্রোল সন্ত্রাস ও মানুষ হত্যা রাজনীতির বিপরীতে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিরোধ করেছেন । ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন, মৃত্যুর মুখোমুখি, সকলেই আশা ছেড়ে দিয়েছিলো। বেঁচে উঠে ও মামলা, হুলিয়া, নির্যাতন এবং বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির টগবগে এক তরুনের বুকে ধারন করে বিরোধী দলের রোষানলে জ্বলতে জ্বলতে খাঁটিঁ হলেন।
এরপরে ৩০ বছর পার করে পিতা মুজিবের আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নির্দেশিত পথে ইস্পাত কঠিন দৃঢ়তায় রাজপথে ঠিকে আছেন। এত যন্ত্রণা ও ত্যাগের উপরই আজকের জমিরউদ্দীন পারভেজ। সুতরাং এই অবস্থানে আসার পথ মসৃণ ছিল না।অনেক ত্যাগ ও মাসূল দিয়ে এরকমভাবে উঠে আসা রাজনীতির মাঠে বিরল।আদর্শ লালনের ভিত্তি আমৃত্যু সুদৃঢ় থাকুক।
জমির উদ্দীন পারভেজ এর জীবনের সকল সফলতার মুলে রয়েছে তাঁর বুদ্ধিমত্তা, ধের্য্যর সাথে এগিয়ে চলা, সিদ্ধান্তে অবিচলতা, প্রতিকূলতা মোকাবেলা করার অতুলনীয় শক্তি ও সাহস,কর্মীর সঠিক মূল্যায়নের ক্ষমতা, অসীম সাহসীকতা, মানবিকতা, ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে দায়িত্ব পালন। অসম্ভব কে সম্ভব করেছেন তিনি। বর্তমান দুঃসময়ে শুরু থেকে করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ইউনিয়নে নিজে উপস্থিত থেকে প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলো সুস্টভাবে বিতরন করেছেন।
এছাড়াও মাননীয় এম পি ‘র সুয়োগ্য সন্তান ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে মাননীয় এম পি মহোদয়ের পৃষ্ঠপোষকতায়য় পবিত্র রময়ানের পুরো মাসে চট্টগ্রামে দায়িত্বরত ২ হাজার চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মীদেের সেহেরী প্রতিটি হাসপাতালে বিতরন, করোনা আক্রান্ত কোয়ারান্টাইনে রোগীদের বাড়ীতে ত্রান সামগ্রী, ফলমূল প্রদান করে তাদের সাহস সঞ্চার করেন। তাঁরই সার্বক্ষণিক তদারকিতে হেল্পডেক্স টিমের মাধ্যমে করোনায় মৃত ব্যাক্তিদের দাফন কাফন,সৎকার এর ব্যবস্থা করছেন।
জমির উদ্দীন পারভেজ রাজনীতিতে একজন পরিক্ষিত, ত্যাগী, কর্মপরায়ণ, ব্যাক্তিগত জীবনের একজন সাহসী মানুষ হিসেবে পরিচিত ও সকলের কাছে সমাদৃত হয়েছেন। মাননীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র অত্যন্ত আস্থাবাজন জমির উদ্দীন পারভেজ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র, শোষণ মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনার্মাণে শেখ হাসিনার বিশ্বস্থ সারথি হিসেবে একজন কর্মোদ্যম, সৎ,যোগ্য,করিৎকর্মা ব্যক্তি জমির উদ্দীন পারভেজ বর্তমানে রাউজান পৌরসভার মেয়র হিসেবে অত্যন্ত দৃঢ়তা ও আস্থার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন।
সবাই বলে জমির উদ্দীন পারভেজ এর কাছ থেকে কেউ খালি হাতে ফেরেন না। প্রতিদিন অসহায়, দারিদ্র্য পীড়িত মানুষ গুলোকে নানা ভাবে সাহায্য করে যাচ্ছেন।বিপদে আপদে সমস্যা সংকটে মানবতার কল্যানে তিনি প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়েছেন।জনকল্যাণমুখী কাজে শুধু পৌর এলাকার মানুষ নয় সমগ্র রাউজানের বিভিন্ন ইউনিয়নেও তাঁর অবদান বিস্তৃত।তিনি একজন মানবিক মানুষ হিসেবে সমাদৃত হয়েছেন মানুষের কাছে।
আজ ১০ সেপ্টেম্বর জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সামাজিক,সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক নেতা কর্মী,আর শুভাকাঙ্ক্ষীদের আয়োজনে জন্মদিনে অনুষ্ঠিত হচ্ছে মসজিদ মাজারে পবিত্র খতমে কোরআন,মিলাদ মাহফিল, সেলাই মেশিন প্রদান,শিক্ষা সামগ্রী,শিক্ষা বৃত্তি প্রদান, অসহায় গরীব মানুষের মাঝে খাবার পরিবেশন সহ জনকল্যাণমুখী নানা অনুষ্ঠান। মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধুই জন্মদিনের শুভেচ্ছা ভালবাসায় সিক্ত। প্রিয় মানবিক মেয়র জমির উদ্দীন পারভেজ এর আজ শুভ জন্মদিনে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
