
নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
ইসলামী নবজাগরণের আরব আমিরাত শাখার পক্ষ থেকে বিশ্বজয়ী কোরআনে হাফেজ তাকরিম ও তাঁর সম্মানিত উসতাজকে সংবর্ধিত করা হয়েছে।
আমিরাতে অবস্থিত চট্টলা ট্রাভেল দুবাইস্থ ইন্টারন্যাশনাল সিটিতে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নব জাগরণ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া বাবুনগরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হন বিশ্বজয়ী হাফেজে কোরআন সালেহ আহমদ তাকরিমের সম্মানিত উসতাজ মুফতি মুরতাজা হাসান ফয়জি। অনুষ্ঠানে ইসলামী নব জাগরণ সংগঠনের পক্ষ থেকে তাকরিম ও তার উসতাজকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। তাকরিমের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর উসতাজ ফয়জি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেন মাওলানা রুহুল আমিন সাইমুম সাদী।
এছাড়াও বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরাম ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
