আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর উপকিমিটিতে স্থান পেলেন বোয়ালখালীর কৃতি সন্তান অ্যাড. মিঠুন বিশ্বাস

0
145

নিউজ ডেস্ক, রাউজানটাইমস:

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার সংগঠক অ্যাড.মিঠুন। তিনি সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ক্ষেত্র মোহন বিশ্বাসের পৌত্র। চট্টগ্রাম আদালত পাড়ার পরিচিত মুখ অ্যাড.মিঠুন বিশ্বাস আওয়ামীলীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সাথে যুক্ত। চট্টগ্রাম শহরের অক্সিজেনের উৎস খ্যাত সিআরবির হেরিটেজ রক্ষা আন্দোলনে নাগরিক সমাজের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে চট্টগ্রামে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সাথেও যুক্ত ছিলেন এই আইনজীবী। এছাড়াও লইয়ার্স ফর পিস এন্ড হিউম্যানিটি নামের একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সংগঠনটি দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সেবা দিয়ে থাকে।
আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে সম্প্রতি ১১টি উপ-কমিটি গঠন করা হয়।
জাতীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ নভেম্বর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here