
রিপোর্ট : তৌহিদ হোসেন সিদ্দিকী, দোহা, কাতার।
ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলা স্বপ্নবাজ তরুণ জনাব ফারাজ করিম চৌধুরী কাতার আগমনে রাউজান সমিতির আয়োজনে ২৯শে নভেম্বর মঙ্গলবার রাত ৭টায় আশিয়ানা হোটেলের হল রুমে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব মোহাম্মদ ওসমান গণি চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; মোহাম্মদ হারুন, আহবায়ক সংবর্ধনা উদ্যাপন কমিটি রাউজান সমিতি কাতার।
কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে
এসময় জনাব ফারাজ করিম চৌধুরীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন মোহাম্মদ হারুন, আহবায়ক সংবর্ধনা উদ্যাপন কমিটি রাউজান সমিতি কাতার, যুগ্ম সচিব আবুল বাশার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নুর মুহাম্মদ বলেন, ‘ ”চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশ জুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। আমাদের রাউজানকে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন। বিশেষ অতিথি জনাব মসফিকুল ইসলাম চৌঃ বিশেষ অতিথি প্রঃ ফরহাদ আহমেদ ওয়াসিম। এতে আরও বক্তব্য রাখেন, যুগ্ন-আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, এরশাদ সিকদার,মিজানুর রহমান, মোহসীন খান সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মধ্যমনি, প্রধান আকর্ষণ জনাব ফারাজ করিম চৌধুরী বক্তব্য রাখেন। বক্তব্যের একপর্যায়ে বলেন, এই আয়োজন পাঁচতারকা হোটেল না করে খোলা মাঠে অথবা কাতারের প্ল্যাগ প্লাজায় করলে খরচটা কমিয়ে আসতো। আপনাদের কষ্টার্জিত টাকায়, শ্রমে হাজারো সংকটের মাঝে এই আয়োজন করছেন। আপনাদের জন্য দেশের অর্থনীতির চাকা চলে। তিনি আরো বলেন, এখানে এসে খুব কাছথেকে দেখেছি । আপনারা উত্তপ্ত গরমে মাথার ঘাম পায়ে পেলে দেশ ও পরিবারের জন্য উপার্জন করছেন।
পরিশেষে অনুষ্ঠানে সভাপতি, মোহাম্মদ হারুন বক্তব্যে শেষে বলেন, বার বার নির্বাচিত প্রধানমন্ত্রির আস্থাভাজন এ বি এম ফজলে করিম চৌধুরী (এম. পি) জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। তিনি বীরচট্টলার গৌরব ও তারুণ্যের অহংকার। সনাতন ধ্যান ধারনার বাইরে জরাগ্রস্ত সমাজ পরিবর্তনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমাধানের এক বিকল্প শক্তি। নেতৃত্ব যেখানে ক্ষমতা লিপ্সু, রাজনীতি যেখানে পথভ্রষ্ট, জনাব ফারাজ করিম চৌধুরী সেখানে আশা ভরসার স্থল। উনার উদ্যোগে অসহায় গরীব মানুষের ঘর নির্মাণ,চিকিৎসা সহায়তা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দারিদ্র্য মানুষ আয়ের ব্যবস্থা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
