ভিন্ন আয়োজনে গশ্চি আশেকে রাসুল (দ.)’র প্রতিষ্ঠাতা আল্লামা হাকিম মোহাম্মদ ইউনুছ (রাহ.)’র সালানা ওরছ সম্পন্ন

0
144

রায়হান ইসলাম। রাউজানটাইমস।। আওলিয়া কেরামের সুগন্ধিতে পৃথিবী হয় সুশোভিত। যাঁরা আল্লাহ পাকের নৈকট্যলাভ করেছে তাদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আওলিয়ায়ে কেরামগণ নিজে আমলি জিন্দেগী অনুশীলনের মাধ্যমে জীবন আলোকিত করে মানুষকে সেই পথের অনুসন্ধান দিয়েছেন। আল্লামা হাকিম মোহাম্মদ ইউনুছ (রাহ.) ছিলেন প্রকৃত আশেকে রাসুল (দ.), হক্কানী আলেম এবং আধ্যাত্মিক বুজুর্গ ব্যক্তিত্ব। উনার অনুসরণে মানুষ সঠিক পথের সন্ধান পাবে। গশ্চি আশেকে রাসুল (দ.)’র প্রতিষ্ঠাতা পীরে তরিকত আল্লামা হাকিম মোহাম্মদ ইউনুছ (রাহ.)’র ২৩তম বার্ষিক সালানা ওরছ উপলক্ষে আয়োজিত ইছালে ছাওয়াব মাহফিল, হুজুরের জীবনী স্মারকগ্রন্থ আলোর দিশারী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম চৌধুরী।
মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাহেব্জাদা ডা. ফজলুর রহমান।
বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা গোলামুর রহমান (আশরফ শাহ), শাহজাদা ওবায়দুর রহমান শাহ, ডা.সৈয়দ নুর মোহাম্মদ, অধ্যক্ষ মাওলানা এম এম আবু তাহের আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, মাওলানা ইসহাক, শাহজাদা বজলুর রহমান, আকতার হোসেন মাষ্টার, সাংবাদিক এস এম আকাশ, আহমদ উল্লাহ, শাহজাদা মিজানুর রহমান, শাহরিয়ার নাভিল, এস এম জিসানুর রহমান। উপস্থিত ছিলেন প্রিয় কাগজ ও রাউজানটাইমস এর ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, ব্যবসায়ী মুহাম্মদ সেকান্দর।
শেষে ২০ জন মাদরাসা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আলোর দিশারী গ্রন্থের লেখকদের সন্মাননা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here