রাউজানের মোকামী পাড়ায় সংবর্ধনা ও ফুটবল টূর্নামেন্ট ফাইনালের ট্রপি-পুরস্কার বিতরণ

0
145

রায়হান ইসলাম । রাউজানটাইমস।।

মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যা বলুন এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামীপাড়ায় রাত্রিকালীন অলম্পিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ট্রপি, পুরস্কার বিতরণের সঙ্গে ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

গতকাল সোমবার রাতে স্থানীয় প্রিমিয়ারলীগ ফুটবল একাদশ পরিচালনা কমিটির উদ্যােগে এ অনুষ্ঠান হয় শতবর্ষী মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় মাঠে।

এতে উদ্বোধক ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি ওমানের জ্যেষ্ঠ সহসভাপতি ও সম্প্রতি সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পদক পাওয়া (সিআইপি) এস এম জসিম উদ্দিন।

প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি কাতার ও চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক লেখক নূর মুহাম্মদ।

স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোকামীপাড়া গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলম, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, একই বিদ্যালয়ের দাতা সদস্য এস এম মাহাবুবুল আলম, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ বাহাউদ্দিন, সাংবাদিক রায়হান ইসলাম,
সমাজসেবক সালামত আলী বাবুল, আজম মজুমদার।

আর আই ইরফানের সঞ্চালনায় ফাইনাল খেলায় ২৪ টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বি করে উঠে আসা সাদার পাড়া ফুটবল একাদ্বশকে হারিয়ে ৪-০ গোলে ছামিদর কোয়াং ফুটবল একাদ্বশ জয় লাভ করে।

এতে উপস্থিত ছিলেন কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, আয়োজক কমিটির ইকরাম সাবিত ও মুহাম্মদ মিনহাজুল ইমন, মুহাম্মদ সাহেদ, মহিউদ্দিন আকিল, সাকিব উদ্দিন, রবিউল, কাজী ইরফান
সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here