রাউজানে গশ্চি রংধনু বয়েজ কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

0
152

রাউজানটাইমস ডেস্ক :

রাউজানের গশ্চি রংধনু বয়েজ কর্তৃক আয়োজিত ৪র্থ দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। ৫ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে গশ্চি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আল হামিদ জুয়েলার্স এন্ড ডায়মন্ড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের  সদস্য ও বাগোয়ানের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য উদয় দত্ত অর্ক।

গশ্চি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাজিন মাবুদ ইমনের সঞ্জালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্যামল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মুহাম্মদ মাহবুব আলম ,ব্যাংকার আব্দুল হামিদ, সমাজসেবক মুহাম্মদ হারুন, মুহাম্মদ সেকান্দর । উপস্থিত ছিলেন মুহাম্মদ তাব্বান, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ কাসেম, মুহাম্মদ ইমরান ,মুহাম্মদ রবিন, মুহাম্মদ নাহিদ। গশ্চি রংধনু বয়েজ সিনিয়র সদস্যবৃন্দ মুহাম্মদ ইমন, মুহাম্মদ রানা,মুহাম্মদ গিয়াস, ইরফান, নিলয়, রিফাত, জিসান, তারেক, প্রমুখ।

উদ্ভোধনী খেলায় অংশগ্রহন করে বুলেট কিং ক্রিকেট একাদশ বনাম গশ্চি পাঠানপাড়া জুনিয়র একাদশ, এতে বুলেট কিং ক্রিকেট জুনিয়র কিক্রেট একাদশ ৩০ রানে জয়লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here