
রায়হান ইসলাম। রাউজানটাইমস।।
আওলাদে রাসুল বানিয়ে জামেয়া আল্লামা হাফেজ কারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রাঃ) ও তার আখেরি খলিফা জামেয়ার সাবেক অধ্যক্ষ চন্দ্রঘোনা তৈয়্যবিয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি হাবিবুর রহমান নঈমী সিরিকোটি (রাঃ) সালানা ওরশ মোবারক ও গশ্চি তৈয়্যবিযা রহমানিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও হাবিবিয়া এতিমখানার সালানা জলসা গশ্চি হাবিবিয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি (সোমবার) দিনব্যাপী আল্লামা মুফতি হাবিবুর রহমান নঈমী (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খতমে কোরআন মাজিদ,শত শত মোহাদ্দেসীনের উপস্থিতিতে খতমে বোখারী শরীফ, মজমুয়া শরীফ, গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, মাদরাসার হিফজ বিভাগে পাগড়ি ও সনদ প্রদান দরবার পার্শ্বস্ত মাঠে অনুষ্ঠিত হয়। দরবারের বড় শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুর রহমান হাবিবীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী (মাঃ জিঃ আঃ)। শাহাজাদা আল্লামা মুফতি জিললুর রহমান হাবিবী ও আলহাজ্ব মাওলানা আশেকুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাংগুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা নাসির উদ্দীন তৈয়বী ও চন্দ্রঘোনা তৈয়বিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরীসহ বহু ওলামায়ে কেরাম তাকরির পেশ করেন। শেষে জাতির মঙ্গল কামনা করে দোয়া মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে ওরশের পরিসমাপ্তি হয়।
