
মোহাম্মদ সোহেল রানা । রাউজানটাইমস :
রাউজানের পূর্ব গুজরায় রুস্তম আলী ফাউন্ডেশনের আয়োজনে মেম্বার কাপ অলিম্পিক প্রিমিয়ার ফুটবল টূর্ণামেন্টের উদ্ভোধন করা হয়েছে। পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যায় মাওলানা সিরাজ উদ্দিন সড়ক সংলগ্ন মাঠে খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ।
উদ্বোধক ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম। পূর্ব গুজরা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন রুবিনা ইয়াছমিন রুজি, শেখ মুজিবুর রহমান, উজ্জ্বল বড়ুয়া, জমির উদ্দিন বাবুল ।
উপস্থিত ছিলেন সেচ্চাসেবক লীগ নেতা রায়হান আহমেদ, যুবলীগ নেতা মো. এনাম, জানে আলম, সাবেক সেনা কর্মকর্তা ফরিদ আহমেদ, সাহা আলম, নুরুল কবির, মনির হোসেন, মাসুদ হোসেন, আকতার হোসেন, শাওন, হাসান, ইমতিয়াজ, বশর, জালাল, জমির উদ্দিন সহ আরো অনেকে।
