ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাউজান প্রেসক্লাবের

0
59

নিউজ ডেস্ক, রাউজানটাইমস:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান প্রেসক্লাব।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) সকালে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । একই সঙ্গে রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজা মাকের্টের ২য় তলায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাস থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান স্বরূপ সি আই পি মর্যাদায় ভূষিত হওয়ায় ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয় । সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন মানবিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খান, পৌর কৃষক লীগের সহ সভাপতি এমএন আছার, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা,সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সংগঠক শাহারিয়ার হাসান সাকিব, মোহাম্মদ নাহিদসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here