হারপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
85

নিউজ ডেস্ক, রাউজানটাইমস:

রাউজানের হারপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল খালেক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শফিউল আলম।বিশেষ অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবদুল মজিদ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সেলিম উদ্দীন মিয়া চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী মেজবাহ উদ্দিন,
ইউপি সদস্য কাউসার আলম,
ইউপি সদস্য সাজ্জাদ শাহ,
ইউপি সদস্য আরমান হোসাইন, সাবেক ইউপি সদস্য মোঃ আবছার,মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ
মহিউদ্দিন ইমন, শিক্ষক দীপংকর দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক
শিবু প্রসাদ দেব,সাধন কান্তি পাল,উর্মিকণা বড়ুয়া,
হুমায়ুন আলী তালুকদার, জগদীশ চন্দ্র দে
উর্মি দেবী,মোবিনুল হক,লক্ষ্মীকান্ত দাশ জয়
আব্দুস শাকুর, নেজাম উদ্দিন, তাবাচ্ছুম ঈশিতা
কাজী আকলিমা নূর, কিরণ চন্দ্র দাশ।


প্রধান অতিথি শফিউল আলম বলেন, একুশ মানে অবিরত অনুপ্রেরণা। বাংলা আমাদের মাতৃভাষা। এই মায়ের ভাষাকে রক্ষা করতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এ জাতি। তাইতো ২১ ফেব্রুয়ারি এ জাতির চেতনার দিন, নবজাগরণের দিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় দিন।প্রধান বক্তা মহিউদ্দিন ইমন বলেন, ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আজকের এই দিনে মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here