
ডেস্ক রিপোর্ট, রাউজানটাইমস:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজানটাইমস টোয়েন্টিফোর ডটকম এর সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
ঈদ মানে ব্যক্তিকেন্দ্রিকতাকে ঝেড়ে ফেলে, যান্ত্রিকতার শিকল ছিঁড়ে কিছুদিনের জন্য হলেও শেকড়ের টানে ফিরে যাওয়া। সামাজিক মেলবন্ধনের অবারিত উৎসবে মেতে থাকার সময় এই ঈদ ।
ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব । এদিনে সৃষ্টিকর্তা তার বান্দাদের অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন।রমজানের রোজা শুরুর দিন থেকেই সিয়াম সাধনার এ মাসে মানুষ তার লোভ লালসা পরিত্যাগ করে দীর্ঘ একমাসব্যাপী রোজা রেখে নিজের আত্মা পরিশুদ্ধ করেন ।
আর এ পরিশুদ্ধি শেষে রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের হাসি ঈদের জানান দিয়ে দেয় সবাইকে। ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ । সবার চোখে মুখে খুশি ও আনন্দের এক অদ্ভুত তৃপ্তি ভরা হাসি ছড়িয়ে পড়ে। যে আনন্দ নির্মল, যে আনন্দ টাকা দিয়ে কেনা যায় না, অন্যের খুশি বা আনন্দে নিজের মনের গহীন কোণে শুভ্র শান্তির শীতল স্পর্শ অনুভূত হওয়া; এটাইতো ঈদ ।
