
সোহেল রানা । রাউজানটাইমস :
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব । ঈদ মানে ব্যক্তিকেন্দ্রিকতাকে ঝেড়ে ফেলে, যান্ত্রিকতার শিকল ছিঁড়ে কিছুদিনের জন্য হলেও শেকড়ের টানে ফিরে যাওয়া। আমাদের এ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী ধনী-গরিব, সাদা-কালো, হিন্দু-মুসলিম সব ভেদাভেদ ভুলে হানাহানি প্রতিহিংসার সব অস্ত্রকে ছুড়ে ফেলে ভালোবাসা ও ন্যায়ের মূল্যবোধে আমরা জেগে উঠি সবাই।
শুধু ঈদের দিন নয় বছরের ৩৬৫ দিনই রঙিন হয়ে আনন্দ নিয়ে আসুক সবার জীবনে। বছরের প্রতিটি দিনই হোক ঈদের দিনের মতো বিদ্বেষহীন, এ আমার প্রত্যাশা। রাউজানের সবাইকে আবারো জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
