
নিউজ ডেস্ক:
রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মরহুম আবু তাহের সওদাগর এর মৃত্যুতে স্মরণ সভা গত ১ মে সোমবার বিকালে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় এস এম ইউসুফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবদুল মজিদ। প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম।
বক্তব্য রাখেন, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান খাঁন, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন সাইফ,
ইউপি সদস্য কাউছার আলম,মোহাম্মদ সাজ্জাদ শাহ, মোঃ আরমান হোসাইন, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন, মোঃ আলী,দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম,ছাত্রনেতা নাজমুল রায়হান, তরুন সমাজ সেবক শফিউল আজম,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোরশেদ মন্টু,
যুবলীগ নেতা ইমরান আজম আত্তারী, মোঃ বেলাল, মরহুমের পুত্র আবদুল মান্নান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উরকিরচর গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ মুছা,হাজী বদিউল আলম জামে মসজিদের খতিব ক্বারী মোঃ ইউনুছ, হাজী মোহাম্মদ রফিক, আবদুল জলিল,উরকিরচর ইউনিয়ন টেক্সী সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,আবদুস সবুর, এনামুল হক, মোঃ হুমায়ুন,জাহাঙ্গীর, আবদুল কাদের,রফিক ড্রাইভার, মোঃ সুমন প্রমূখ।
প্রধান আলোচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম বলেন,
মরহুম আলহাজ্ব আবু তাহের সওদাগর বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রান একজন মানুষ ছিলেন, রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক,ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত থেকে মানব কল্যাণে কাজ করে গেছেন। তিনি তার কর্মের কারনে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। সভাশেষে
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
