
নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাওলানা মো. তসলিম উদ্দিন (৩০) ইন্তেকাল করেছেন। ৭মে রবিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মাওলানা মো. তসলিম উদ্দিন রাউজানের পশ্চিম গুজরা কাগতিয়া আজিমের ঘাটা দেলা মিয়া মাস্টারের বাড়ির মরহুম মাওলানা ছালে আহমদের ছোট ছেলে। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
আজ ৭মে রাত সাড়ে ৯টায় কাগতিয়া বড় হুজুরের বাড়ির জান্নাতুল মাওয়া জামে মসজিদের তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
