শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নতুন প্রতিভা’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

0
85

“সাহিত্যকে ভালোবেসে পাবে নতুন এক ভুবন আঁধার ভাঙিয়ে রাঙিয়ে দেবো জীবন” এই স্লোগানে কিছু নবীন, তরুণ প্রতিভাময়ীদের সমন্নয়ে সৃজনশীল শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “নতুন প্রতিভা”এর নিয়মিত আয়োজন “সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ ২০২৩” জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে গত ৬ মে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে
সংগঠনের সভাপতি প্রভাষক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীনে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলাপরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. এ. সালাম।
এই সময় বক্তারা বলেন ” সৃজনশীল মনোভাব নিয়ে এইভাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এ এগিয়ে আসলে প্রতিভাময়ীদের প্রতিভার বিকাশ করা সম্ভব। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজ ও দেশ আলোকিত হবে। তাই নতুন প্রতিভা’র এই উদ্যোগকে সাধুবাদ জানাই” এবং প্রধান অতিথি কাছ হতে প্রতিযোগীদের ক্রেস ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মিথিলা দাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি জনাব মহিউদ্দিন ইমন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্য‍্যনির্বাহী সদস‍্য মিজানুর রহমান, উত্তর জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও এইচ এইচ বিডি লাইভের চট্টগ্রাম বুর‍্যো প্রধান আবদুল হামিদ, সমাজসেবক এস এম ফজল করিম, আব্দুল্লাহ আল ওয়ালি, নাঈম বিন কাশেম, বৈশাখী ভট্টাচার্য, সৈয়দ জিয়া উদ্দিন, জয় অনিক, সুদিপ্ত পাল, মোহাম্মদ শফিউল হোসেন আরমান, মহৎ দেব, জান্নাতুল মাওয়া, অস্মিতা বসাক, শতাব্দী সুশীল, রাজশ্রী দাশ বৃষ্টি, তমা সরকার, সৈয়দ আরিফুর রহমান, নুসরাত মুস্তফা, আনিসুর রহমান ও প্রিয়া তালুকদার প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here