রাউজানে আন্ত ইউনিয়ন এমপি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু

0
74

সোহেল রানা । রাউজানটাইমস

রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্ত ইউনিয়ন এমপি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে। টূর্ণামেন্টের উদ্ভোধনী খেলায় জয় পেয়েছে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ পারভেজ ফুটবল একাদশ।  ১৯ মে শুক্রবার বিকেলে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নোয়াপাড়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ পারভেজ ফুটবল একাদশ ২-১ গোলে ১নং ওয়ার্ড তপন মল্লিক ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে বিকেল চারটায় এ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া। তিনি বলেন গ্রাম থেকে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরী ও যুবসমাজকে খেলার মাঠে আনতে এ টূর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক এ ফুটবল খেলা উপভোগ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, এস এম মন্জুর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সিকদার, পূর্ব গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, রনজিত ভট্টাচার্য, ক্রীড়া সংগঠক মুরাদ চৌধুরী।

ছাত্রনেতা রুবেল বৈদ্যর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন  ইউপি সদস্য নুরুল ইসলাম, সেকান্দর হোসেন, তপন মল্লিক, মাসুদ পারভেজ, আবদুর রশিদ, সুশিল দাশ, মো. সোহেল, খোরশেদ আলম, শাহিনুল হক, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের সাবেক খেলোয়াড় কাউসার উদ্দিন লিটন, সমসু উদ্দিন, আবদুর রহমান, সুজিত দাশ, সংকর দাশ, বাবুল, ওয়াহাব, নান্টু বড়ুয়া, দেলোয়ার, অনিল, নিরমল দাশ, লায়েক আলী, গোলাম মোস্তফা মদন, মো. হারুন, জিন্নাত আলী, মো. শফি সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here