
সোহেল রানা । রাউজানটাইমস :
রাউজানের পাহাড়তলী ডায়াবেটিক সমিতি কতৃক পরিচালিত ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির অনুমোদিত পাহাড়তলী ডায়াবেটিক সেন্টারের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ মে শনিবার সকালে পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরির ভাইস চেয়ারম্যান মো হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক উজ্জল মুৎসুদ্দির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক ও পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অঞ্জন বড়ুয়া, পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. কল্লোলে বড়ুয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক দিবাকর বড়ুয়া, পরিচালক ডা. আজহার উদ্দিন লাভলু, প্রবির মিত্র বড়ুয়া, কনক কুসুম বড়ুয়া, বাবুল কান্তি বড়ুয়া, ছোটন বড়ুয়া সহ আরো অনেকে।
