
সোহেল রানা । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র ইলিজিয়াম কম্পিউটার ইনস্টিটিউট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে ২০২২ সেশনে কম্পউটার বেসিক ট্রেড পরীক্ষায় ১৯ জন কৃতিকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট এবং বিজয়ী এক কৃতি শিক্ষার্থীকে একটি ডেস্কটপ কম্পউটার প্রদান করা হয়।
গতকাল শনিবার দুপুরে ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংবধর্না দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম কম্পউটার একাডেমির পরিচালক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বেসিক ড্রেড ইনস্টিটিউট এসোসিয়েশনের (বিটিআইএ) সভাপতি এস এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, প্রকৌশলী মুহাম্মদ নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন খান, শফিউল আলম, আশেক বিন আব্দুল আজিজ প্রমুখ।
