
নিউজ ডেস্ক। রাউজানটাইমস :
রাউজানের পুর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষিক রমজান আলী মাষ্টারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বার্ধক্য জনিত কারনে গত ২রা জুন রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
৩রা জুন শনিবার বাদে মাগরীব পুর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে টেলিকনফারেন্সে বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, পুর্ব গুজরা মোহাম্মদীয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, গরীবউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও গশ্চি শিশুবাগ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, বড়ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী সহ আরো অনেকে।
জানাযার নামাজে ইমামতি করেন বড়ঠাকুর পাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী।
