নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাচন পরিচালনা দপ্তর ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য হলেন রাউজানের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এস.আর সিদ্দিকী সাইফ। তিনি বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এস.আর সিদ্দিকী সাইফ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সিদ্দিক আহমেদের মেজো সন্তান।
তিনি পূর্বেও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের দপ্তর উপকমিটির সদস্য ছিলেন এবং অত্যন্ত সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
গত ১২ ডিসেম্বর ঢাকার তেজগাঁওস্ত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাচন পরিচালনা দপ্তর ব্যবস্থাপনা উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর
সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক সায়েম খান সহ দপ্তর ব্যাবস্থাপনা উপকমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।