
তৌহিদ হোসেন সিদ্দিকী, কাতার।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭শে মার্চ (বুধবার) কাতারের রাজধানী দোহার একটি হোটেল এ আয়োজন করা হয়। রায়হান ও সুরেশের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা করেন মোহাম্মদ সায়েদ।
এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ নাজিম, তৌহিদ সহ আরো অনেকে। দোয়া মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে মোনাজাত করেন সিনিয়র প্রাক্তন ছাত্র মোহাম্মদ আশরাফ হোসেন। ইফতার ও দোয়া মাহফিলের পর সকলে মিলেমিশে মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে খোশগল্পে মেতে উঠেন। এমন আয়োজনে একত্রিত হতে পেরে সবাই আনন্দিত।