Saturday, September 14, 2024
spot_img
Homeরাউজানচুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

Spread the love

ডেস্ক নিউজ : রাউজানটাইমস। 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৩ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) চুয়েট ক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও ক্লাবের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।

পরে চুয়েট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ক্লাব চ্যাম্পিয়ন হন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. আমিনুল ইসলাম। এদিকে মঙ্গলবার বিকালে পিঠা উৎসব ও রাতে বসন্ত বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments