
ডেস্ক নিউজ । রাউজানটাইমস :
চট্টগ্রামের ১৬ আসনে সবচেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত রাউজানের টানা পাঁচবারের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেছে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর পাথরঘাটাস্থ সংসদ সদস্যের বাসায় মতবিনিময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রাউজান প্রেস ক্লাবের সহসভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মাসুদ করিম প্রমুখ।
এসময় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান এখন সারাদেশের মধ্যে নানা দিক দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে সুনাম ছড়িয়েছে। এ উপজেলার উন্নয়ন চিত্র যে কারও নজর কাড়বে। শিক্ষা ক্ষেত্রেও রাউজান দেশে অনেক এগিয়ে আছে।