Friday, December 13, 2024
spot_img
Homeচটগ্রাম মহানগরমনোনয়নপত্র জমা দিলেন ফজলে করিম চৌধুরী

মনোনয়নপত্র জমা দিলেন ফজলে করিম চৌধুরী

Spread the love

সোহেল রানা। রাউজানটাইমস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ আসন রাউজান থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন চারবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

২৮ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান এর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম।

এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই; তিনি এবারসহ সাতবার আমাকে মনোনয়ন দিয়েছেন। ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত হয়েছি। এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করুক৷ বিএনপিকেও আহ্বান জানাব তারা যেন অংশগ্রহণ করে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্য যে কেউ, যত দল, বিদ্রোহী, স্বতন্ত্র যা কিছু আছে সবাই আসুক। খেলার মাঠে আমি খেলতে চাই। গোলকিপার ছাড়া আমি গোল দিতে চাই না। সবাই আসুক, অংশগ্রহণ করুক। জনগণ তার রায় প্রদান করবে। আমি নতুন না, চাই সবাই অংশগ্রহণ করুক।

এর আগে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী তার পাথরঘাটাস্ত বাসভবন থেকে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

ভিডিও দেখুন : https://fb.watch/oBNEGofZCj/

উল্লেখ্য, এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ সংসদীয় আসন থেকে এবার নিয়ে ৭ম বারের মতো নৌকার মনোনয়ন পেলেন। তিনি ২০০১ সালে দ্বিতীয় বার মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে পুনরায় বিএনপির একই প্রার্থীকে পরাজিত করেন। সর্বশেষ ২০১৪ বিরোধীদলগুলি সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তিনি পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments