Monday, January 20, 2025
spot_img
Homeধর্মীয়মাইজভাণ্ডারীর ১১৮ তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী

মাইজভাণ্ডারীর ১১৮ তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী

Spread the love

শাহাদাত হোসেন, রাউজান :
উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৮তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক. খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটরর‌্যালিটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে গহিরা হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়।এই র‌্যালিটিতে মোটরসাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক- ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। নায়ের তাকবির আল্লাহু আকবার জিকিরের ধ্বনিতে মুখের হয়ে উঠে রাউজান।এই র‌্যালির মাধ্যমে আগামি ২৪ জানুয়ারি মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র উরস শরীফে দাওয়াত দিয়ে মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে গাউসুল আযম মাইজভান্ডারী রুহানি ফয়েজ হাসিল করার আহবান জানানো হয়।উদযাপন কমিটির আহবায়ক হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সচিব আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের মঞ্জুরুল ইসলাম চৌধুরী, জাকের হোসেন মাষ্টার, এস এম মহিবুল্লাহ্, ইউছুপ আলী, সাংবাদিক শফিউল আলম, প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, নাজিমুউদ্দিন কালু, মোহাম্মদ আলী মাষ্টার, আবু তৈয়ব মাষ্টার, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন,কাজী আসলাম,মিনহাজুল আবেদিন। উপস্থিত ছিলেন তাজ উদ্দিন খান সোলাইমান, জাফর উল্লাহ্ চৌধুরী, সালাউদ্দিন, এস এম ইউছুপ আমিন, টিটন বৈদ্য,মুনছুর মিয়া, হাসান মুরাদ রাজু, শওকত উসমান চৌধুরী, পংকজ বড়ুয়া, সুমন চৌধুরী, সাজ্জাদ হোসাইন, জিয়াউল করিম, রোকন ফারুকী, আজগ হোসেন টিপু, বখতিয়ার, দৌলত খান, তৌহিদুল আলম,মহিউদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, তানভীর আকবর চৌধুরী,শাহ্ আলম,জাকের হোসেন মেম্বার, মোহাম্মদ আলমগীর, খোরশেদ আলম মানিক প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments