Saturday, September 14, 2024
spot_img
Homeচটগ্রাম মহানগরমাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী ৯ ডিসেম্বর

মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী ৯ ডিসেম্বর

Spread the love

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯ নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি একজন নিবেদিত সমাজসেবক ও শিক্ষক ছিলেন। আজ ৯ ডিসেম্বর তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি ২৯ মার্চ ১৯৫১ ইং সালে তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বরকল ইউনিয়ন পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। তাঁর পিতার নাম কামাল উদ্দিন আহমদ এবং মাতার নাম আনোয়ারা বেগম।

কর্মজীবনে তিনি বরমা ইউনিয়ন পরিষদের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে চন্দনাইশ উপজেলার ১৯নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘ সাত বছর দক্ষতা ও সততার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি বহু স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments