প্রেস বিজ্ঞপ্তি :
রাউজানের উরকিরচরের অলিয়ে কামেল শাহছুফী হযরত লাল মিয়া শাহ (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ আগামী ২৩ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উরকিরচর শাহী দরবার শরীফে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল,ছেমা মাহফিল ও তবরুক বিতরণ।
এতে ধর্ম বর্ন নির্বেশেষে সকলকে উপস্থিত থাকার জন্য ওরশ উদযাপন কমিটির সভাপতি বেগম হালিমা এলাহী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সওদাগর অনুরোধ জানিয়েছেন।