রাউজানের উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষিকা ফেরদৌস বেগম নিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি গশ্চী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুর নবী। এতে প্রধান বক্তা ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি ও উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন়, অভিভাবক মোহ ফোরকান,মোঃ রাশেদ, মোঃ হারুন,মোঃ আলম,নছের উদ্দীন,সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন রুবেল,নাফিস ইকবাল,সন্জয় দাশ,রাশেদা খানম,,জিন্নাত আকতার,জোবাইদা খানম প্রমূখ। প্রধান অতিথি বলেন একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনা,একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। সভাশেষ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
রাউজানের উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের বার্ষিক পুরষ্কার বিতরণ
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on