Friday, February 14, 2025
spot_img
Homeরাউজানরাউজানের উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে বিদায়ী অনুষ্ঠান

রাউজানের উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে বিদায়ী অনুষ্ঠান

Spread the love

রাউজানটাইমস ডেস্ক : 

রাউজান উপজেলার শিশু শিক্ষা নিকেতন উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের ২০২৩ সালের ৫ম শ্রেণির ২১ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান আজ ২০ নভেম্বর সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি ও উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি লেখক মহিউদ্দিন ইমন।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফেরদৌস বেগম নিসু বক্তব্য রাখেন সমাজ সেবিকা, শারমিন আকতার,শিক্ষিকা রাশেদা খানম, সাজ্জাদ হোসেন রুবেল, নাফিস ইকবাল, মোহাম্মদ নাজিম উদ্দিন, জিন্নাত আক্তার,সন্জয় দাশ, জুবাইদা খানম শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াসিয়া হালিম সাজিয়া, মোহাম্মদ শাহারিয়ার আহমেদ শাফি, জান্নাতুল নাঈম মারওয়া, হাবিবা নাছরিন। নৃত্য পরিবেশন করেন মেহেজাবিন হাসান, সোমাইয়া, আয়শা জাহেদ, ইসপা সুবাহা, আরিশা বিনতে দিদার, ফাইহা করিম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।
সভাপতির বক্তব্যে মোঃ নুরনবী বলেন,চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এ অঞ্চলের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত দুই যুগের কাছাকাছি এ প্রতিষ্ঠানের শত শত ছাত্র ছাত্রী দেশে নানাভাবে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।পরিচালনা কমিটির সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের সুষ্ঠু পাঠদান, অভিভাবকদের সচেতনতার মাধ্যমে চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন
যুগোপযোগী আধুনিক শিক্ষার প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments