নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
রাতটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ঠিক রাত ১২টা ছুই ছুই,শহরের ব্যস্ততা থেমে গেছে। শীতে কাঁপছে গোটা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সারাদেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন!
এই তীব্র শীত অনেকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতে অভাবী মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে শীতবস্ত্রের। ঠিক সেই সময় আমরা মরমী সংঘের কর্মকর্তারা গিয়েছি অসহায় মানুষের ঘুম ভাঙ্গাতে,রোডের পাশে, ফুটপাতে পড়ে থাকা,নগরীর অলি গলিতে পড়ে থাকা অসহায় বস্ত্রহীন মানুষগুলোর কাছে একটু উষ্ণতা দিতে।
ফুটপাতের মানুষের শীতকালে জীবন যাপনে যে পরিমাণ কষ্ট তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।অসহায় এই মানুষগুলির পাশে দাড়াতে পেরে কৃতজ্ঞ আর এই মহৎ কাজে যাঁরা সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান উরকিরচর মরমী সংঘ।