
রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে পাহাড় বেষ্টিত ইউনিয়ন হিসাবে পরিচিত কদলপুর ইউনিয়ন। সেখানে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়-টিলা।ফলে অস্তিত্ব সংকটে পড়েছ বন্যপ্রাণী। ভেকু দিয়ে এ ইউনিয়নের একাধিক পাহাড়-টিলার বুকে ছিড়ে সুরঙ্গ করে সমতল ভূমিতে পরিণত করেছে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে অবস্থিত চুল্লাটিলা নামক টিলা কেটে অর্ধ কিলোমিটার সুরঙ্গ পথ সৃষ্টি করেছে মাটি বিক্রির জন্য। গত ৬ নভেম্বার বুধবার কদলপুর ইউনিয়নে পাহাড় কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দায়ে জড়িত মনচুর নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকার জরিমানা করা হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মো. রিদুয়ানুল ইসলাম।
তিনি বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।গতকাল উপজেলার কদলপুর ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটা নিয়ে একটা অভিযান পরিচালিত হয়। অভিযানে পাহাড় কাটার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এবং দায় স্বীকার করায় মনসুর নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড জরিমান দেয়া হয়।এই অভিযান চলমান থাকবে।