
সোহেল রানা । রাউজানটাইমস :
নতুন বছরে নতুন বই নিয়ে উৎসবে মেতেছে শিক্ষার্থীরা, কি আছে নতুন বইয়ে, নতুন বইয়ের ছবি কেমন, নতুন বইয়ের গন্ধটাই বা কেমন? বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো রাউজানের গরীবউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বছরের প্রথম দিন সোমবার ‘বই উৎসবে’ অংশ নিতে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা । গরীবউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে।
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই বিতরণ উৎসব ২০২৪’ এর উদ্বোধন করেন গরীবউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী রানি বিশ্বাসের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নারগিস আক্তার, সহকারি শিক্ষক আকতার হোসেন, সোলতানা ইয়াছমিন, দীপা দাশ, মন্দিরা ভট্টাচার্য, রাজীব সর্ববিদ্যা, প্রবাসী মো. শওকত আলী সহ আরো অনেকে।
২০২৪ শিক্ষাবর্ষে ২ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬ জন শিক্ষার্থীর হাতে ৯ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৬০৬টি বই তুলে দিচ্ছে সরকার।
এর মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ লাখ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিকের ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী পাঠ্যবই পাবে।