Wednesday, March 19, 2025
spot_img
Homeবৃহত্তর চট্টগ্রামরাউজানের নোয়াপাড়ায় কাতার প্রবাসীর ঘরে চুরি

রাউজানের নোয়াপাড়ায় কাতার প্রবাসীর ঘরে চুরি

Spread the love

প্রতিবেদন : তৌহিদ হোসেন সিদ্দিকী

রাউজান উপজেলার ১৩ নম্বর ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়ায় কাতার প্রবাসী হাজী মোহাম্মদ কাশেম (প্রকাশ এহসানুল হক)-এর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (গতরাতে) আনুমানিক রাত ১২টার দিকে চোরের দল ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা শহরে বসবাস করেন। গত ১লা রমজান তারা গ্রামের বাড়িতে এসে দুই দিন অবস্থান করে পুনরায় শহরে ফিরে যান। তাদের অনুপস্থিতির সুযোগে চোরের দল এই চুরির ঘটনা ঘটায়।

শুক্রবার সকালে পার্শ্ববর্তী এক ব্যক্তি ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। এতে সন্দেহ হলে তিনি ভুক্তভোগী পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে দেখেন, ঘরের ভেতরের প্রায় সব কিছুই লুট হয়ে গেছে।

চুরির ঘটনাটি রাউজানের ১৩ নম্বর ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে ছামিদার কোয়াং এলাকায় ঘটে। এটি ছামিদার কোয়াং সরকার প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মইন্ন্যের পুকুর পাড়ের কাছে অবস্থিত। চুরি হওয়া বাড়িটি কাতার প্রবাসী হাজী মোহাম্মদ কাশেমের, যিনি মৃত হাজী হাবিবুর রহমান (প্রকাশ মুন্সি মিয়া)-এর বড় ছেলে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং চুরির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments