নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিবাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ নুর মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন) ।
আজ ১৯ মে রবিবার দুপুর ১ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন) ।
তিনি উত্তর গশ্চি মাওলানা হাসান আলী বাড়ির আব্দুল মালেকের ৪র্থ ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৫ বছর। তিনি স্ত্রী ,দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
২০ মে সোমবার বাদে জোহর মরহুমের নিজ বাড়ির মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে প্রকাশ করেছেন নোয়াপাড়া ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ ও বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশন, গশ্চি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গশ্চি হাছিঁ ফকির র: মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদ ,গশ্চি গরীব উল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদে ,,গশ্চি কার্কণের দীঘি জামে মসজিদ পরিচালনা পরিষদ, রাউজানটাইমস ২৪ ডটকম ও প্রিয়কাগজ পরিবার, গশ্চি নয়াহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক আ, জ, ম ,রাশেদ সহ আরো অনেকে।