Saturday, September 14, 2024
spot_img
HomeUncategorizedরাউজানে আগুনে পুড়ল তিন বসতঘর : প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজানে আগুনে পুড়ল তিন বসতঘর : প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Spread the love

রাউজানটাইমস ডেস্ক :

রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া আগুনে পুড়েছে তিনটি পরিবারের বসতঘর। মঙ্গলবার বিকালে ভয়বাহ অগ্নিকান্ডের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া রাখাল মাস্টার বাড়িতে। আগুনে ওই বাড়ির রতন দে, শিমুল দে, নিতাই দেসহ তিনটি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আগুনে ভস্মিভূত হওয়া তিনটি ঘরের মধ্যে একটি মাটির ঘর এবং বেড়ার কাঁচাঘর।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রতন দে জানান,ছেলের বিয়ের জন্য ২১ হাজার টাকার বাজার-সদাই করে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়ে ছিলেন তারা। চোখে ঘুম আসতে না আসতেই মুহুর্তের মধ্যে আগুনের লেহিলান শিখা ছড়িয়ে পড়ে ঘর, আসবাবপত্র, বিয়ের জন্য করা বাজার-সদাই, স্বার্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর ভস্মিভূত হয়। অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, জননেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।

 

RELATED ARTICLES

Hello world!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments