সোহেল রানা । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যাংক ব্যবস্থাপক ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য অজিত বিশ্বাস, রিটন দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিপক কুমার ঘোষ, শ্যামল শ্যাম, আজিজুল হক, বিষ্ণ পদ দে, সাজু দাশ,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবসার, সপু ঘোষ, প্রভাষ বড়ুয়া। বক্তব্য দেন শিক্ষক শিপ্রা চৌধুরী, পিংকু কুমার বিশ্বাস, অতসী চৌধুরী, লিলি পারিয়াল, সৈয়দ মিহাম্মদ জাহিদ, শতাব্দী বড়ুয়া, জান্নাতুল কাউছার, বীথি বড়ুয়া, শিক্ষার্থী অদ্রিতা দে, ইতু ভট্টচার্য্য, আখি দে,লাভলু দে, বাপ্পা চক্রবর্তী, সোহেল ঘোষও রিশন দে সহ আরও অনেকে। শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।