নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম শামসুল আলম। তিনি বলেন, সকালে আমার বসতঘরের ২০০ফুট দূরত্বে গরু দুটিকে ঘাস খাওয়ানোর জন্য খুঁটির সাথে লম্বা দঁড়ি দিয়ে বেধে আসি। বজ্রপাত শুরু হলে ঘর গরু দুটি আনতে বের হই।
বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যায়। পরে স্কুলের শিক্ষক ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে আকাশ ভেঙে মথায় পড়েছে মনে হয়েছে।
রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তীব্র তাপদাহে খামারিদের গরুগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখার আহবান জানিয়েছেন তিনি।
সুত্র : আজাদী