Friday, February 14, 2025
spot_img
Homeদেশজুড়েরাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Spread the love

শাহাদাত হোসেন সাজ্জাদ :

রাউজানে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো.সাব্বির উদ্দিন (১৭)। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বড়পোল এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে।

স্থানীয় ও কলেজের কর্মচারী তাকে উদ্ধার গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের জারুলতলা গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির নাছিম উদ্দিন সওদাগরের ছেলে এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই সড়ক দৃর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে চলাচলরত বাস গুলো আটকে রাখে। তবে অন্যান্য পরিবহণ স্বাভাবিক ভাবে চলাচল করতে দেয় শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী দূর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গেলে একজন ঘাতক বাস চালক তাকে মেরে দেয়৷ মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাবো।

রাউজান হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে চালক পালিয়ে যায়। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘন্টার ভিতর ব্যবস্থা গ্রহণের দাবী দিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments