নিউজ ডেস্ক । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে উল্টোপথে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ (২৭) এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টোপথে বেপরোয়া গতিতে শহরের দিকে যাচ্ছিল বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে পাঠাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।