
সোহেল রানা । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে মামার সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে ১০ বছর বয়সী দেব রাজ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পথেরহাটের মাস্টার দা সূর্যসেন স্কুল এলাকার একটি পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত দেব রাজ ওই বাজারের একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে কয়েকদিন আগে। তার বাবার নাম পলাশ দাশ। তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁরা, চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় নেবী ক্যাম্পের সামনে একটি বাসায় থাকেন। সেখানে একটি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তো।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানাগেছে, রোববার শিশুটি তার মামা রনি চৌধুরীর সঙ্গে বিকেলে বাজারের পাশের একটি পুকুরে গোসলে যায়। তাকে পুকুরের ঘাটে রেখে মামা ডুব দেয় পুকুরে। উঠে দেখেন দেব রাজ ঘাটে নেই। পুকুরে খোঁজতে খোঁজতে এক পর্যায়ে একপাশে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নগরীর অ্যাভার কেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্য তপন মল্লিক।