নিউজ ডেস্ক : রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কায় লিপি বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা শিশুসহ আরও ৫ জন।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাউজান-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত লিপি বেগম (৩৭) রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।
আহতরা হলেন- নিহতের স্বজন মোহাম্মদ আলী (৪০), তার স্ত্রী ললিতা বেগম (৩৫), ছেলে মো. হাছান মিয়া (৭), হাছিনা বেগম (৩৫) ও অটোরিকশা চালক মো. মারুফ (২২)।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় রাঙামাটি থেকে অটোরিকশা নিয়ে আমার স্ত্রী লিপি ও আত্মীয় স্বজনরা হাটহাজারীতে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজানে এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক।