Saturday, September 14, 2024
spot_img
Homeদেশজুড়েরাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

Spread the love

নিজস্ব প্র্রতিবেদক । রাউজানটাইমস :

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক (৪০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে। এ সময় আরেক ইমাম গুরুতর আহত হন।

আজ মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দুল হক বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে।

তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। একই ঘটনায় আহত হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। তিনি আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। তা্ঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও কয়েকজন যাত্রী আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুটো গাড়ির সংঘর্ষে অটোরিকশা উল্টে খাদে পড়ে যায়। পরে লোকজন চালকসহ যাত্রীরা বের হলে তাঁদের হাসপাতালে পাঠা। দুই মোটরসাইকেল আরোহী অজ্ঞান অবস্থায় সড়কের পড়ে ছিলেন। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments