চট্টগ্রামের রাউজানে ধর্মীয় ভাবগাম্ভির্যে নানা কর্মসুচির মধ্য দিয়ে মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর সর্বশেষ মুরিদ ও খলিফা কুতুবে জমান হাফেজ কাজী মোহাম্মদ সোলাইমান আল কাদেরী (রহ.)’র ৩য় বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ২রা আগষ্ট শুক্রবার উরকিরচরের মইশকরম সোলাইমানীয়া শাহী দরবার শরীফে এ উপলক্ষে কর্মসুচির মধ্যে ছিলো পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ। এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দরবারের খলীফা মাওলানা ফরিদুল আলম রেজভী। শায়ের মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচক ছিলেন ডা. সৈয়দ শফিউল আলম, শাহাজাদা আবদুল কাদের মহিউদ্দিন, মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশীদি, এনামুল হক, আবুল বশর, শফিকুল ইসলাম ফারুকি, ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান, শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ হাকিম, শাহজাদা কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, মো. মহসিন, সৈয়দ আরিফুর রহমান, মাওলানা মোহাম্মদ জোবায়ের। উপস্থিত ছিলেন শায়ের নাসিরুল ইসলাম, মাওলানা মো. রবিন, শহীদুল ইসলাম, মো. আবদুল্লাহ, মোহাম্মদ হাসান, সৈয়দ আনিসুর রহমান, মাওলানা মো. শাহেদ, মো. হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, মো. কাফসিন, আবদুল্লাহ আল নোমানসহ দেশ বরেন্য বহু ওলামায়ে কেরাম ও ভক্ত আশেকরা উপস্থিত ছিলেন।