রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি মাঝিপাড়া সুন্নিয়া মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে নতুন বই বিতরণ ও একটি অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। এলাকায় কয়েক কিলোমিটারের মধ্যে কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ১০০ শিক্ষার্থী নিয়ে এ প্রতিষ্ঠান চালু করা হয় গ্রামের বাসিন্দাদের আর্থিক সহযোগীতায়। মাদ্রাসাটি উদ্বোধন করেন দাতা সদস্য মাওলানা মীর মুহাম্মদ হামিদুল হক আল কাদেরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাওলানা অধ্যক্ষ সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজী শওকত উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আইয়ুব, পরিচালনা কমিটির সভাপতি এনামুল আশেক, সাধারণ সম্পাদক আবু তাহের, আব্দুস সাত্তার, মুহাম্মদ মামুন, মুহাম্মদ সোলেমান, বাদশা মিয়া, মহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, শাহ আলম, মুহাম্মদ নওশাদ. মুহাম¥দ রায়হান, জাকের হোসেন, মাওলানা সরোয়ার আলম, মাওলানা হেফাজ উদ্দিন, মাওলানা ইকবাল হোসেন, রোজী আকতার প্রমুখ।
রাউজানে ১০০ শিক্ষার্থী নিয়ে মাঝিপাড়া সুন্নিয়া মাদ্রাসার যাত্রা শুরু
Recent Comments
Hello world!
on