
সোহেল রানা । রাউজানটাইমস :
রাউজান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ এর বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, রাউজান উপজেলা শাখা।
৩০ মার্চ. শনিবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান দক্ষিণের সভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জানে আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।
প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদুয়ানুল ইসলাম। সংবর্ধেয় অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, বাশিস রাউজান উত্তর শাখার সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস
বক্তব্য রাখেন মহামুনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অণ্জন বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সালামত উল্লাহ উচ্চ বিদ্যাললেয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, গহিরা এজেওয়াই বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত বড়ুয়া, নোয়াজিশপুর অদুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক মুৎসুদ্দি, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন।
এসময় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদকে সম্মাননা তুলে দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।