Saturday, September 14, 2024
spot_img
Homeরাউজানরাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের উপর হামলার অভিযোগ, আহত ১০

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের উপর হামলার অভিযোগ, আহত ১০

Spread the love

নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস :

রাউজানে নোয়াপাড়ায় পূর্বনির্ধারিত পথসভা শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়ে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ৯জন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে। আহতরা হলেন, মো. মামুন (৪৬) (চমেক), আরিফ (১৯), সায়মন (২৩), শাহেদ আলী (১৯), নুরুল আমিন (৪৬), আরফাত (২০), ফাহিম (২২), হোসেন (১৯), বাবু (৩৬), ইমরান (৩০)।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, (২০ আগস্ট) মঙ্গলবার বিকেলে নোয়াপাড়াস্থ ভারতেশ্বরী প্লাজার সামনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের পথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে নোয়াপাড়ার পূর্ব পার্শ্বস্ত মিয়া মার্কেটের সামনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের লাঠিসোটা দিয়ে হামলা করে হামলাকারীরা।

এ ঘটনার বিষয়ে কোন নেতাকর্মীরা কথা বলতে রাজি হননি।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায়, সন্ধ্যা থেকে আহতরা আসতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত ১০জন ব্যক্তি চিকিৎসা সেবা নিয়েছে। আহতরা সবাই রাজনৈতিক দলের একটি গ্রুপের নেতাকর্মী।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত এই ধরনের কোনো সংবাদ পায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments