রাউজান প্রতিনিধি॥
রাউজান পৌরসভা ২০২৪-২৫ অর্থ বছরের প্রায় এক শত ৮৪ কোটি টাকার(১৮৩,৯৩,৫১,৯৮১) বাজেট ঘোষনা করেছে। ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব খাত সমূহ থেকে আয় ধরা হয়েছে ১১,৪৫,৮৩,৬৬৩ টাকা। অবশিষ্ট আয়ের টাকার উৎস করা হয়েছে সরকারের উন্নয়ন সহায়তাসহ
বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রকল্প খাতে মঞ্জুরী দান থেকে। ব্যয় খাত দেখানো হয়েছে সরকার
ঘোষিত উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তাবায়ন, পানি নিষ্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প
,স্যনিটেশন, বর্জ্য বস্থাপনা,নগর অবকাঠামো উন্নয়নসহ নানা জনক্যাণমুখি প্রকল্প
বাস্তবায়ন কাজে। এই খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে নিজস্ব খাত থেকে ৯,৭৬,৪৫০০০ টাকা ও
সরকারসহ অন্যান্য সংস্থার সহায়তার ১৭১,১৩,৭৫০০০ টাকা।
৩০ জুলাই পৌর মিলানায়তনে আয়োজিত নাগরিক ও সুধি সমাবেশে বাজেট
উপস্থাপন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এই অধিবেশনের ভ্যাচুয়ালী যোগদিয়ে
বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে আশাবাদ
ব্যক্ত করে বলেন আমি বিশ্বাস করি পৌরসভার ঘোষিত বাজেট জনকল্যাণমুখি ও পৌর এলাকার
উন্নয়ন সমৃদ্ধির জন্য সহায়ক হবে। এই পৌরসভাকে নান্দিক পৌরসভায় পরিণত করবে। তিনি
বাজেট বাস্তাবায়নে মেয়রকে সহযোগিতার করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর
চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা, সহকারি কমিশনার ভুমি
রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন। উপজেলা চেয়ারম্যান পৌর কর্তৃপক্ষে একটি
ইনডোর ষ্টেডিয়াম করার প্রস্তাব ও নির্বাহী কর্মকর্তা পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া
রাঙ্গামাটি চার লেইন মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনে কিছুপ্রস্তাব দেন। আরফানুল ইসলাম
আবিরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধিজন, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, হিসাব রক্ষক সাকুর
মিয়া, প্রকৌশলী ওয়াসিম আকরাম, সুমন কুমার বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের
কর্মকর্তাগণ।