যীশু সেন :
বাগীশ্বরী সংগীতালয়ের ১৯ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার প্রথম দিনে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি (সিআইইউ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এর ডীন প্রফেসর ড. রুবেল সেন গুপ্ত।
স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ কণ্ঠশিল্পী রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। বাচিক শিল্পী অদিতি সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ। গত বধুবার দ্বিতীয় দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আশরাফুল করিম। স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন, বক্তব্য রাখেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, ব্যাংকার উৎপল চক্রবর্তী, শিক্ষক পলাশ দে প্রমূখ। দুই দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী অদিতি সাহা।
বক্তারা বলেন- সংগীতের মাধ্যমে আমরা সমস্ত মানবিক সংস্কৃতি, ভাবনা এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে সম্পর্ক গড়ে তুলতে পারি। সংগীত আমাদের মনুষ্যত্বের প্রভায় প্রদীপ্ত। বাগীশ্বরী সঙ্গীতালয়ের উৎকর্ষ, সাফল্য ও সঙ্গীতের আকাশে জ্যোতিস্ক হয়ে জ্বলজ্বল করবে এবং শিক্ষার্থীরা শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক আলোকিত মানুষের রূপান্তরিত হবে। সংগীত আমাদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে এবং অসাম্প্রদায়িক চেতনায় আমাদের পূর্ণাঙ্গ মানুষের পরিণত করে।
বাগীশ্বরী সংগীতালয়ের বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে পঞ্চ কবির স্মরণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও পল্লী কবি জসিম উদ্দীন গ্রুপে টিআইসিতে সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীতে অংশগ্রহণ করেন প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী। যন্ত্রে সহযোগিতা করেন কীবোর্ডে- সৃজন রায়, অক্টোপ্যাডে-এস এম রুবায়েত, গীটারে- মো. শাহনেওয়াজ, তবলায়-পলাশ দে, অমর্ত্য চক্রবর্তী, রূপক ভট্টাচার্য, ছোটন দে।
দুই দিনব্যাপী সংগীত পরিচালনায় ছিলেন সংগীত গ্রন্থ প্রণেতা কণ্ঠশিল্পী অধ্যক্ষ রিষু তালুকদার। বাগীশ্বরীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও সকল অতিথিম-লীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।