নিউজ ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একসপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন সৈয়দ মোহাম্মদ ইলিয়াস ৪২)।
শনিবার (১জুন) ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে আজ ভোর রাত সাড়ে ৩ টায় তিনি ইন্তাকাল করেন। ” ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।”
তিনি চট্টগ্রামের চান্দগাও থানার উত্তর মোহরা গ্রামের জীবন শাহ (রা.) বাড়ীর মৃত সৈয়দ আহমদ সাফার ছেলে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে আজ ভোর রাত সাড়ে ৩ টায় তিনি ইন্তাকাল করেন।
তিনি দুই ছেলে এ মেয়ের জনক। তিনি ওয়েল গ্রুপের কর্মকর্তা ছিলেন। আজ বাদে মাগরিব বায়তুল মামুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।